বিস্ফোরক পরিদপ্তরের নতুন প্রধান বিস্ফোরক পরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এস. এম. আনছারুজ্জামান। অন্যদিকে, রাজশাহী ওয়াসার ডিএমডি (যুগ্মসচিব) এস এম তুহিনুর আলমকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) ডি এম আতিকুর রহমানকে একই প্রতিষ্ঠানের সদস্য করা হয়েছে।
আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) আরিফ আহমেদ খান।
শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালক, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আসলাম হোসেনকে কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের পরিচালক (যুগ্মসচিব) মুহাম্মদ ইউসুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।