অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ২৭ টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি ২৩ ডিসেম্বর ১৯৫২ জন্ম গ্রহণ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে আইনজীবী হিসাবে পেশা শুরু করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা হয়। এ মামলায় ২০১৩ সালের ১০ আগস্ট তিনি গ্রেফতার হন।