নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর ইউনিয়নের ২৩ ভেন্ট রেগুলেটর। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী, দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটর। এতে ব্রিজও তলিয়ে যায়। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে।
স্থানীয়রা বলেন, তীব্র পানির চাপে আমাদের মুছাপুর ক্লোজার শেষ। জোয়ার হলে এখন কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হবে।
পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল জানান, মুছাপুর রেগুলেটরটি পানির চাপে ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।