‘রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে ভারতের নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত রোমানিয়া দূতাবাস ও থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়া দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। দিল্লির পাশাপাশি হ্যানয় ও ব্যাংককেও রোমানিয়ার ভিসার আবেদন করা যাবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগ এই তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ৭ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। এতে দেশটিতে যেতে বিপাকে পড়তে হয় বাংলাদেশিদের। ভিসা জটিলতা দ্রুত সমাধানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনও করেন শিক্ষার্থী ও শ্রমিকরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পাওয়ার পর ভিসার জন্য আবেদন করেছি। তাদের মধ্যে প্রায় ৩৫০ শিক্ষার্থী এক বছরের টিউশন ফি বাবদ ৩ লাখ থেকে ৫ লাখ টাকা জমা দিয়েছি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে। ভিসার আবেদন করার জন্য দিল্লিতে রোমানিয়ান দূতাবাসে ভাইভায় যোগ দিতে হয়। ভাইভায় উপস্থিত হতে ব্যর্থ হলে ভিসা পাব না।
এমন পরিস্থিতিতেই নতুন এই সুযোগের কথা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়।