রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায়।
অভিযানে এক হাজার ৫০০ এর অধিক বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ চার লাখ টাকার বেশি অর্থ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকারও বেশি। এতে জড়িত থাকার অভিযোগে হোটেলটির ম্যানেজারসহ ৩ জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক তানভির মমতাজের নেতৃত্বে ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টা ধরে এই অভিযান পরিচালনা করেন।
তানভির মমতাজ বলেন, সুইট ড্রিম হোটেল থেকে দেশের বিভিন্ন স্থানে এসব মাদকদ্রব্য বিক্রি করা হতো। যে সমস্ত জায়গায় অবৈধ নেশাজাতীয় দ্রব্য থাকবে, সেখানেই মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান পরিচালনা করবে। মাদকের সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে ও শর্ত ভঙ্গের দায়ে সুইট ড্রিম হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।