রাজধানীর গেন্ডারীয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্নাহ মন্ডল (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের মৃত হাসান আলী মন্ডলের ছেলে জিন্নাহ। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
ইমরান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গেন্ডারিয়া রজনী চৌধুরী রোড লোহারপুল পঞ্চায়েত কবরস্থানের পাশে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক চিৎকার করে বলছিল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পরে এগিয়ে গিয়ে দেখি, তিনি এক হাত বুকে ধরে আস্তে আস্তে সামনের দিকে আসছেন। জানতে চাই, কি হয়েছে? তিনি বললেন, আমাকে বাঁচান, হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে মাথায় আঘাত করেছে। রিকশাটা নিয়ে যেতে চেয়েছিল। পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে আসছিলাম। এই এলাকায় আসার পর ওই যাত্রী আমাকে মেরেছে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’