দেশ ডিজিটাল হওয়ায় দুর্নীতি কমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ, সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের যে কোন দেশের তুলনায় দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের কাজ করেছে। সংসদ সদস্যদের প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়ন ও পরিদর্শনের ক্ষেত্রে ডিজিটাল তথ্যভাণ্ডার ব্যবহারের আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি