অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।’
শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাঁসাড়া পালেরবাড়ী ও সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি ও সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তার সঙ্গে ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা।