নিউজ ডেস্ক / বিজয় টিভি
যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন। সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্যা, নদী ভাঙ্গন, পাহাড়ে ধস নামতে পারে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, ৯১-এ বিএনপি ক্ষমতায় থাকার সময়ে ঘূর্ণিঝড় হয়ে অনেক মানুষ মার গিয়েছিলো। তখনও আওয়ামী লীগ ঘূর্ণিঝড় মোকাবেলায় অগ্রণী ভূমিকা নিয়েছিলো।
নিউজ ডেস্ক / বিজয় টিভি