মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হাত বোমা হামলার ঘটনা ঘটেছে। এত আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন।
আহতরা হলেন ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) এবং বাচ্চু মাল (৫০)। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত ১০ নভেম্বর সকালে সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজি মতিউর রহমান মাল মার্কেটের মতিউর মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন। ওই ঘটনার জের ধরেই মঙ্গলবার ফের মতিউর মালের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে মতিউর রহমান মালের ওপর হামলা চালায় আনোয়ার মালসহ তার লোকজন। এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বিকেলে মতিউর মালের কয়েকজন লোক বাজারে এলে আকস্মিক তাদের ওপর বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। বোমার আঘাতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।