গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর প্রথমবারের মতো অরাজনৈতিক ও অন্তর্বর্তী সরকারের অধীনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি জানান, আগের বছরগুলোর ধারাবাহিকতায় আগামী বছরের ১৬-১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি জেলা প্রশাসকদের এই সম্মেলন উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, সম্মেলনে প্রত্যেক বছরের মতো এবারও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের প্রস্তাব নিয়ে আলোচনা এবং সেসব প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে ত্বরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দিতে আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন। কেন্দ্রের নির্দেশনা মাঠ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তৃণমূলের বাস্তবতা তুলে আনাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। এবারের সম্মেলনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ আলোচ্য সূচিতে থাকবে অন্তত দুই শতাধিক ইস্যু।