দুই দিনেও নেই ভারতীয়দের কবলে থাকা বাংলাদেশি ফিশিং বোট উদ্ধারে দৃশ্যমান তৎপরতা। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ৭৯ জেলে-নাবিকের পরিবার।
এর আগে, রোববার (৮ ডিসেম্বর) মধ্যরাতে খুলনার হিরণ পয়েন্টে মাছ ধরার সময় মেঘনা-৫ ও লায়লা-২ নামের দুটি ফিশিং বোট ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এরপর ট্রলার দুটি নিয়ন্ত্রণে নেয় দেশটির নৌবাহিনী।
মেঘনা-৫ এর মালিকপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে জেলে-নাবিক’সহ ট্রলার দুটি ফিরিয়ে আনতে এখনও সরকারের তরফে কোনো উদ্যোগ নেয়া হয়নি। দুটি ট্রলারের মালিকপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আজ আলোচনায় বসবেন। ট্রলারে থাকা জেলে ও নাবিকদের বেশিরভাগের বাড়ি নোয়াখালী জেলায়।