কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনি দিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মো. শাহজাহান এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের মো. নাসির।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
অষ্টগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ডুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ তারা আটক হলে তাদেরকে দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তালাবদ্ধ করে রাখা হয়। পরে উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গণপিটুনি দিলে তারা ঘটনা স্থলেই নিহত হন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ইটপাটক্ষেল নিক্ষেপ করলে তারা ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ও সেনা বাহিনীর সদস্যদের নিয়ে মেজর আরিফা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।