টিকিটের টাকা ফেরতের দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহাদাত হোসেনকে অবরুদ্ধ করেছে বিলম্ব হওয়া ট্রেনের যাত্রীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন তারা।
জানা যায়, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজধানীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘসময় অপেক্ষার পরও গন্তব্যে যেতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ সময় তারা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) স্টেশন মাস্টার অবরুদ্ধ অবস্থায় আছেন।
স্টেশন মাস্টার শাহাদাত হোসেন যাত্রীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে রাত ৮টার দিকে তিনি যাত্রীদের বলেন, যতরাত হোক ট্রেন ছাড়বে। আর যাদের জরুরি তারা কাউন্টারে টিকিট দিয়ে টাকা নিতে পারেন। এ সময় তিনি উপদেষ্টার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলেও জানান।
উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৩টায় কলেজের সামনে থেকে আন্দোলনরত একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মহাখালী আমতলী হয়ে রেলক্রসিং এলাকায় এসে রেলপথ বন্ধ করে দেন।
রেলপথ অবরোধের পাশাপাশি তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচিও চলছে।