রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে বস্তির প্রায় ১০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কড়াইল টিএন্ডটির পশ্চিম পাড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময়, ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে।
তবে, ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর-বাড়ি পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে, সিলিন্ডার থেকে আগুন ছড়াতে পারে। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারও কারও দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। তারা জানান, তাদের ঘরের মালপত্রও লুট হয়েছে।