টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বৃহৎ সংগঠন ‘দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস -আইটিইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ মার্চ (শুক্রবার) আর্মি গলফ ক্লাবে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আয়োজন শুরু হয়। আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ইঞ্জি: এহসানুল করিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটির সাবেক সভাপতি ও অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. শামসুজ্জামান (সিআইপি), যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এটিএম সামসু উদ্দীন খান, বুটেক্সের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ইঞ্জি. মোঃ আবুল কাশেম, অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিঃ আব্দুস সোবহান (সিআইপি), আইইবির টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইন্জিঃ মহিউদ্দীন আহমেদ সেলিম, হংকং- বাংলাদেশ চেম্বারের সভাপতি ইন্জিঃ দেওয়ান সাইফুল আলম মাসুদ, আইটিইটির সদস্য সচিব ইঞ্জি: মো: এনায়েত হোসেন, আইটিইটির সাবেক মহাসচিব ইন্জিঃ এ কে এম মহসিন আহমেদ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি. ফয়সাল বিন আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ইফতার ও দোয়া মাহফিল কমিটি এবং আইটিইটির সোস্যাল ওয়েলফেয়ার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ইঞ্জি. মোহা: মইদুল ইসলাম (মঈদ)।
ইফতার উপলক্ষে বিকেল থেকেই আর্মি গলফ ক্লাবে আসতে থাকেন খ্যাতিমান বস্ত্র প্রকৌশলীরা। নবীন-প্রবীন প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয় গল্ফ ক্লাব। এসময় নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের জন্য অডিটোরিয়ামের পাশে একটি অস্থায়ী বুথও স্থাপন করা হয়, যেখানে নবীন প্রকৌশলীরা আইটিইটির সদস্য হন ও পুরনো সদস্যরা তাদের সদস্যপদ নবায়ন করেন।