বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তুষ্ট দাবি করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জুনে আইএমএফের ঋণের অর্থছাড়ে আশাবাদী তিনি। রোববার (০৬ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থানরত আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই আছে বলে মনে করছে আইএমএফ। তাদের
৪র্থ ও ৫ম কিস্তির ঋণ পাওয়ার জন্য যা যা করা দরকার, সবই করছে সরকার।
এর আগে শনিবার (০৫ এপ্রিল) আইএমএফের প্রতিনিধি দলটি দুই সপ্তাহের সফরে ঢাকায় এসেছে। সফরের দ্বিতীয় দিনে রবিবার সকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদলটি। এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তিনটি গুরুত্বপূর্ণ সভা হবে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড.আহসান এইচ মনসুর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর আইএমএফ থেকে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের ২৩৯ কোটি ডলার। বিপত্তি দেখা দেয় চতুর্থ কিস্তির অর্থছাড়ের আগে। যদিও সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে আগামী জুনে।