বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সাড়ে ৮টার দিকে ইউআইইউ শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নিলে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কের অপর পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুটি দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তদের দাবিগুলো হলো- উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা দূর করে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আজ সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছি। ইউআইইউ প্রশাসনের অবৈধভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ছাত্রদের মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গণমাধ্যমে বলেন, শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ তুলে নেয়া এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।
জানা গেছে, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে, শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা দাবি করে আসছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। ট্রাস্টি বোর্ড থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক খোলা চিঠিতে বলা হয়েছে, ২৬ মের মধ্যে যারা বিশ্ববিদ্যালয় ছাড়তে চায়, তারা ভর্তি বাতিল করলে পূর্ণ টিউশন ফির অর্থ ফেরত পাবে। তবে যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় না ছাড়লে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।