নিউজ ডেস্ক/ বিজয় টিভি
ঐতিহাসিক জন্মাষ্টমী শোভাযাত্রা উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যতোদিন ক্ষমতায় থাকবে দেশে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদে থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি