বঙ্গবন্ধুর বাকশাল বাস্তবায়ন হলে বাংলাদেশে অনেক আগেই বিশ্বের উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারতো, সেই উন্নয়নকে ব্যহত করতেই ৭৫ এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে ছাত্রলীগের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত ও ত্যাগের মানসিকতা নিয়ে ছাত্রলীগকে রাজনীতি করার নির্দেশ দেন শেখ হাসিনা। সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি