রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানে মিষ্টি সরবরাহকারী প্রিমিয়াম সুইটস এর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টিদ্রব্য। বিজয় টিভির সরেজমিন পরিদর্শনে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য।
গাজীপুর এর পুবাইল থানাথীন মীরের বাজার এলাকায় বহুতল বিশিষ্ট মিষ্টি কারখানায় গিয়ে দেখা যায় খুবই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মিষ্টি, বিস্কুটসহ নানা খাদ্যদ্রব্য প্রস্তুত করার কাজ। অনুসন্ধানে মিষ্টির কাচামালে পাওয়া যায় মরা মশা ও তেলাপোকা। বিজয় টেলিভিশনের ক্রাইম সার্চ টিম কারখানায় ঢুকতে চাইলে তাদের লাঞ্ছিত করে কারখানার শ্রমিক ও ম্যানেজার। তারা হুমকি দেন, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশকেও তারা ঢুকতে দেন না, সাংবাদিক কে ঢুকবে! তারা প্রধানমন্ত্রী দপ্তরের পরিচয় ব্যবহার করে হুমকি দেয় ক্রাইমসার্চটিমকে এবং এভাবেই খাদ্যদ্রব্য উৎপাদন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়। উল্লেখ্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য এই প্রতিষ্ঠানটি মিষ্টিদ্রব্য প্রস্তুত করে এবং সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রিমিয়াম সুইটস মিষ্টি ও খাদ্যদ্রব্য সরবরাহ করে। দর্শক, বিজয় টিভির ক্রাইম সার্চ অনুষ্ঠানে চোখ রাখুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি