বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বেশ কয়েক বছর ধরে সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ এবার চমক দেখাচ্ছে ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
রবিবার দুপুরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতায় ব্যবসা-বাণিজ্যের বিশ্ব সূচকে বাংলাদেশের এতদিনের দুর্বল অবস্থান পাল্টে গেছে এবছরেই। সরকারের নানা উদ্যোগে বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্ব ব্যাংকের প্রকাশিত ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’ তালিকায় সবচেয়ে উন্নতিকারী ২০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ বলেও জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, সাধারণ সম্পাদক আব ইউসুফসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি