পরিবহনের নকশা পরিবর্তন করে রাস্তায় নামানোসহ নিয়ম না মেনে গাড়ি চালালে সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় নিরাপদ সড়ক’ দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাস্তায় পরিবহন চলাচলের জন্য কতটুকু জায়গা লাগবে, তা সায়েন্টিফিকভাবে তৈরি করা হয়। কিন্তু অনেকেই সিট বাড়ানোর জন্য পরিবহনের আকার বাড়ায়। এটা বন্ধ করতে হবে। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালক নয় পথচারীদেরও দায়ী করে বলেন, রাস্তা পারাপারের সময় যাত্রীদের আরো সচেতন থাকতে হবে। ইতোমধ্যে সারাদেশে চার লেনের রাস্তা তৈরীসহ চালকদের বিশ্রাম এবং উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি