‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সকালে এ উপলক্ষ্যে কিশোরগঞ্জে বি আর টি এ ও সড়ক বিভাগের আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। এদিকে, চুয়াডাঙ্গায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সড়কদুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যদিকে, রাজশাহীতে সড়ক ভবন অফিসের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন জেলাপ্রশাসক হামিদুল হক। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এছাড়া কুমিল্লা, ঝালকাঠি, নোয়াখালী, শ্রীপুর, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি