নীতিমালার নির্দেশনা ও চাহিদা পূরণ করতে পারা ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। তবে শিক্ষার মান ধরে রাখতে না পারলে এমপিও তালিকা থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে গণভবনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তির ঘোষণা দেয়ার সময় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। কিছু জায়গা বিশেষ করে হাওর-বাঁওড়, পাহাড়, চর ও দুর্গম এলাকার কথা বিবেচনায় রাখা হয়েছে। সেখানে নীতিমালা কিছুটা শিথিল করে দেয়া হয়েছে। এসব জায়গায় আবাসিক স্কুল করে দেয়া হবে যেন সেখানে থেকে শিশুরা লেখাপড়া করতে পারে। এসময় শিক্ষা মন্ত্রণালয় এবং এমপিওভুক্তির কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি