ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এ মান্নান কচি। দক্ষিণের সভাপতি হয়েছেন আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।
দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহানগর আওয়ামী লীগের দুই অংশের কাউন্সিল অধিবেশন থেকে এ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি