এসএ গেমসে দিনের শুরুতে আবারও সাফল্যের দেখা পেলো বাংলাদেশ। আর্চারিতে এসেছে তিনটি সোনা। ছেলে ও মেয়েদের দুটি রিকার্ভ দলগত ইভেন্টে সেরা হয়েছে বাংলাদেশের লাল-সবুজ দলের প্রতিনিধিরা। তৃতীয় সোনা এসেছে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে।
রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৬-০ সেট পয়েন্টে হারায় তারা।
মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও এসেছে সোনা। শ্রীলঙ্কাকে হারিয়ে এই ডিসিপ্লিনে দ্বিতীয় সোনা জেতে বাংলাদেশ। দলে ছিলেন−ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়। আর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ।
এ নিয়ে বাংলাদেশের ঝুলিতে জমা পড়লো ১০টি সোনা। এরমধ্যে কারাতে থেকে তিনটি, ভারোত্তোলনে দুটি, তায়কোয়ান্দো ও ফেন্সিং থেকে এসেছে একটি করে সোনার পদক।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি