পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একসঙ্গে গুচ্ছভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর, ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার তারিখ ও রেজাল্ট হয়। যদি দেখা যায় প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও রেজাল্ট হয়েছে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয় মেধা অনুযায়ী কে কোন কলেজে ভর্তি হবে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না, তার আগেই ওই কলেজগুলোতে ভর্তি হতে হয়।
কিন্তু পরে দেখা গেল ওই ছেলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে হয় তাদের।
এ জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা সব পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলেন। তাহলে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে যে ছাত্র যেখানে চান্স পায়, সেখানে ভর্তি হবে। হাজার হাজার ছেলেমেয়ে অনর্থক অর্থদণ্ড ও হয়রানি থেকে মুক্তি পাবে। আমি আশা করি এ বিষয়টি আপনারা বিবেচনা করবেন।’
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি