বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে সরকার কখনো হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বর্তমানেও সরকার হস্তক্ষেপ করছে না। তাঁর জামিন হবে কি হবে না, সেটা পুরো বিষয় আদালতের। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
আজ (বুধবার) দুপুরে জামালপুরের পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে বিএনপি এখন আন্দোলনে আছে। কিন্তু তাদের আন্দোলনে দেশের জনগণ সাড়া দিচ্ছে না,তাই তাদের আন্দোলন সফল হচ্ছে না ।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তাই তিনি কারাগারে আছেন। একজন সাজাপ্রাপ্ত আসামি যেভাবে কারাগারে থাকেন, তার চেয়েও কারাগারে তিনি ভালো আছেন। তাঁর ডায়াবেটিকস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যেই আছে। কারাগারে তিনি সুস্থ আছেন। কারাগারে তাঁকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। দেশের সবচেয়ে বড় হাসপাতালে তাঁর চিকিৎসা হয়ে থাকে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি