আগামী ২৪ ঘন্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল সর্বনিন্ম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
টাঙ্গাইল, শ্রীমঙ্গল, কুষ্টিয়া, অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। (বাসস)
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি