জনগণের মন থেকে পুলিশ ভীতি দূর করতে হবে; তাদেরকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রবিবার) সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন্সের নাম আজীবন জড়িত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে পুলিশের অবদান ইতিহাসে সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং পুলিশ সদস্যদের দেশ ও জাতির জন্য কাজ করার নির্দেশনা দেন। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের আজীবন রেশনের ব্যবস্থা করে দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইতোমধ্যে পুলিশের কল্যাণের লক্ষ্যে ফান্ড গঠন করা হয়েছে।
পুলিশ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে যাতে তারা সহজে ঋণ নিতে পারেন। পরে ২০১৯ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ১১৮ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ পদক প্রদান করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি