দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস আর্থ বাংলাদেশ। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিযোগী নিবন্ধন। মিস আর্থ বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানাতে আজ সকালে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। আয়োজনে সব তথ্য তুলে ধরেন মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী।
আন্তর্জাতিক পর্যায়ে গত ১৮ বছর ধরে চলছে মিস আর্থ। তবে বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতা।
মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সের মতো জনপ্রিয় প্রতিযোগিতা থেকে কিছুটা আলাদা মিস আর্থ। পৃথিবীর প্রকৃতি, পরিবেশ ও আবহাওয়া রক্ষার সচেতনতা গড়ে তোলা মিস আর্থ সুন্দরীর প্রধানতম লক্ষ।
বাংলাদেশে প্রথমবার মিস আর্থ আয়োজন সম্পর্কে জানাতে সোমবার সকালে অনুষ্ঠিত হয়ে গেল সংবাদ সম্মেলন। ১ ফেব্রুয়ারি থেকে www.misserthbangladesh.com ওয়েব সাইটে আগ্রহীরা করতে পারবেন নিবন্ধন। এছাড়াও নিবন্ধন করার সুযোগ রয়েছে ফেসবুক টুইটার ও লিঙ্কড ইন পেইজ থেকে।
চূড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকারী সেপ্টেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে মূল মঞ্চে অংশ নেবেন। মিস আর্থ প্রতিযোগিতায় তিনি অনন্য বিবেচিত হবেন যিনি সৌন্দর্য ও বুদ্ধিমত্তার পাশাপাশি প্রকৃতিকে রক্ষা নিয়ে ভাবেন এবং কাজ করতে চান।
মিস আর্থ বাংলাদেশের পুরো কার্যক্রমের আয়োজক ও লাইসেন্সি প্রতিষ্ঠান প্রিপল নাইন গ্লোবাল। নিবন্ধন এবং বাছাই শেষে ফাইনাল রাউন্ডের তারিখ ও স্থান ঘোষণা করা হবে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি