মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কে আজ (মঙ্গলবার) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে। এতে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
এ সু স্টোরের সাথে সংযুক্ত উপরে বাসার গ্যাস লাইনের লিংক অথবা বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন বাসার চারদিকে ছডিয়ে পড়ে। আগুনে একই পরিবারের ৫ জন নিহত হন।
নিহতরা হলেন, সুভাষ রায় ( ৬০), দীপ্তি রায় (৪৫), পিয়া রায় (১৯), দীপা রায় (৪৫) ও বৈশাখী রায় (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড়ের পিংকি সু স্টোরে আগুনের ধুয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, লাশগুলি উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার পর পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে। অগ্নিকান্ডের পর ওই সড়কের ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। বর্তমানে পরিস্থিতিও নিয়ন্ত্রনে আছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি