আখাউড়া থেকে সিলেট রুটে রেলের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
আজ (রবিবার)সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার ও ধলাই নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, রোপওয়ে আবার করা যাবে কিনা এ বিষয়ে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি ভোলাগঞ্জে রেলওয়ের ভূমি কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়েও পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
এ সময় তার সাথে ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি