ডক্টর কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে এখন রাস্তার ভাষায় কথা বলছেন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, লাথি মেরে সরকারকে ক্ষমতা থেকে নামানো, এটা রাজনীতির ভাষা নয়, এটা রাস্তার ভাষা।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত, সেটা কোনো রাজনৈতিক মামলা নয়। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই।
তবে তার আন্দোলনের নামে বিএনপি যদি জ্বালাও-পোড়াও করে তবে তা কঠোর হস্তে দমন করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি