বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার তদন্ত বিষয়ে র্যাব সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে, শিগগিরই এ হত্যা মামলার নিস্পত্তি হবে।
আজ (মঙ্গলবার) দুপুরে বরগুনায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম,বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিকেলে এই জেলার পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করবেন। বাসস
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি