ময়মনসিংহের ভালুকা, নরসিংদীর মাধবদী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) ভোরে, ময়মনসিংহের ভালুকার ভাণ্ডাব এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক জামাল উদ্দিন ও তার সহযোগী শাকিল মিয়ার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক ভালুকা পৌরসভার ভাণ্ডাব এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই খাদ্যবোঝাই ট্রাকের চালক ও তার সহযোগী মারা যান।
এছাড়া, নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন ও বারেক প্রধান নামে দুই জন নিহত হয়েছেন। এদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় রুমান মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি