গণপরিবহনে শতকরা ৬০ ভাগ ভাড়া বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আজ সোমবার (১ জুন) এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করতে বলা হয়েছে।
অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন এই নোটিশ পাঠিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি