করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭০৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৯১১ জন।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৪টি নমুনা। এ নিয়ে মোট ৩ লাখ ৩৩ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হলো।
এছাড়া নতুন শনাক্ত ২ হাজার ৯১১ জনকে নিয়ে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫২ হাজার ৪৪৫ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ৫২৩ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন বলে তিনি বুলেটিনে উল্লেখ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি