গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) সকালে তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি সবাইকে করোনার সংক্রমণ ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। ঐক্যবদ্ধ সাহসী ও মানবিক প্রয়াস সংকট উত্তরণের পথ সুগম করবে মন্তব্য করে তিনি বলেন, সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। কিন্তু বিএনপি সমালোচনার বৃত্তেই আবর্তিত হচ্ছে। তারা সংকটকে পুঁজি করে, রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি