রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাসপাতালের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার রাতে হাসপাতালের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়।
আজ (বৃহস্পতিবার) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই ) তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের সিইও, এমডি, চিকিৎসক ও নার্সসহ ৬ জনের নাম উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ মামলা করা হয়। আগুনে মারা যাওয়া ভেরন অ্যান্থনি পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ বাদি হয়ে গুলশান থানায় এ মামলা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভ