স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বৃহস্পতিবার) সকালে বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি পরিবহন মালিক সমিতিকে সরকারি নির্দেশনা পালনে আবারও অনুরোধ জানান। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ থাকা সংকট সমাধানে সবচেয়ে বড় শক্তি। তাই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে সরকারের সমালোচনাকে নিত্য রুটিন ওয়ার্কে পরিণত না করার আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি