করোনাভাইরাস সংকটের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার নতুন রেকর্ড ছুঁয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, উন্নয়ন অংশীদারদের সহায়তা এবং রেমিট্যান্স প্রবাহের ফলে বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ৩৪ দশমিক ২৩ বিলিয়নে দাঁড়িয়েছে।
এর আগে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার সর্বোচ্চ সঞ্চিতি রেকর্ড হয়েছিল।