জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বিচারিক আদালতের দেয়া জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে আজ (সোমবার) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. কায়সার জাহিদ। এর আগে গত ১৭ মে তাকে বিশেষ জজ আদালত জামিন দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি