ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ-এর সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
সেতুমন্ত্রী এক শোক বিবৃতিতে, মরহুম শেখ মো. আব্দুল্লাহ’র পবিত্র রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ছিলেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা আন্দোলনের এক অগ্রপথিক। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিক। তার মৃত্যুতে বাংলাদেশ একজন একজন সৎ ও নিষ্ঠাবান দেশকর্মীকে হারিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এক আপসহীন যোদ্ধাকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি