গত পহেলা এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি ও আদেশের জন্য ২২ জুন দিন রেখেছেন হাইকোর্ট।
আজ (বুধবার) দুপুরে, বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে ওয়াসার পক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ। এর আগে, ২৫ শতাংশ বাড়ানো ওই দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৫ জুন এ আবেদন করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি