করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যে দায়িত্ব দেবে, সেনাবাহিনী তা পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘমেয়াদি কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে শেষে একথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, এ পর্যন্ত সেনাবাহিনী সদস্য ও তাদের ওপর নির্ভরশীল এমন ৪ হাজার ১৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২৬ জন মারা গেলেও তাদের মধ্যে দু’জন চাকরিরত সেনাসদস্য রয়েছেন। করোনা মোকাবিলায় দেশের সবগুলো সম্মিলিত সামরিক হাসপাতালগুলোর সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।