বিএনপি তাদের রাজনীতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি গত ১১ বছরে বাজেটের কোনো প্রশংসা করতে পারেনি। তারা প্রতিবারই বলছে এই বাজেট উচ্চাকাঙ্ক্ষী, বাস্তবায়নযোগ্য নয়।
প্রতিবারই তাদের কথা ভুল প্রমাণিত করে গত ১১ বছরে সব বাজেটই বাস্তবায়ন করা হয়েছে। এ সময় তিনি বাজেট পাশের আগে মোবাইলে অতিরিক্তি টাকা কাটাকে অন্যায় এবং আইন বহির্ভূত বলে মন্তব্য করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি