স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণজনিত এ সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
স্পিকার বলেন, এসব পদক্ষেপ প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে।
আজ (রোববার) পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘চেক হস্তান্তর অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন।
এসময় স্পিকার অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া এ সব অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে বিশ হাজার টাকা করে মোট এক কোটি সত্তর লাখ টাকার চেক।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫জন শিক্ষার্থীর প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে মোট ছয় লাখ পঁচিশ হাজার টাকার চেক এবং ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ নয় কোটি ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার নয়শ পঁচিশ টাকার চেক বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি