পানির বাড়তি দামের ওপর ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে ওয়াসার আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৩০ জুন দিন রেখেছেন, আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। ওয়াসার পক্ষে ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।
এর আগে, এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল ওয়াসার পানির বাড়তি দামের ওপর ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে গতকালই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি